নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোল্লা নাজমুল ইসলাম (২৬) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮ টার দিকে মহাসড়কের বাকেরগঞ্জ উজেলার দুধল-মৌ গোলদাড়বাড়ি নয়ারাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোল্লা নাজমুল ইসলাম নড়াইল জেলার কালিয়া উপজেলার বালারহাট এলাকার মোল্লা নজরুল ইসলামের ছেলে। তিনি বরিশালের বাকেরগঞ্জে শেখ হাসিনা সেনানিবাসের মেডিকেল কোরের সৈনিক পদে কর্মরত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম জানান, ‘সৈনিক নাজমুল ইসলাম মোটরসাইকেল যোগে বাকেরগঞ্জ থেকে লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্টে ফিরছিলেন।
পথিমধ্যে তিনি দুর্ঘটনা কবলিত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে কোন যানবাহনের সাথে নাকি নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। ধারনা করা হচ্ছে কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটতে পারে।