28 C
Dhaka
জুলাই ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো অর্ধশত

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় হাবিবা (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৪০৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

হাবিবা পটুয়াখালী জেলার কাঠপট্টি রোড এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪০৩ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১২৬ জন, পটুয়াখালীতে ৯১ জন, পিরোজপুরে ৭৫ জন, ভোলায় ৩৫ জন, বরগুনায় ৬৮ জন আছেন ও ঝালকাঠিতে ৮ জন।

এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট এক হাজার ৯৬জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে বরিশালে ৪৫৪ জন, পটুয়াখালীতে ২০৫ জন, ভোলায় ৬৭ জন, পিরোজপুরে ১৬৬ জন, বরগুনায় ১৮৮ জন ও ঝালকাঠিতে ১৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছর বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬ হাজার ৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৬১ জন। মারা গেছেন ৫১ জন ডেঙ্গু রোগী।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official