মে ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

‘বসগিরি-২’ নিয়ে যা বললেন বুবলী

‘বসগিরি’ দিয়ে শাকিব খানের বিপরীতে ঢালিউডে অভিষেক হয়েছিল হালের আলোচিত নায়িকা বুবলীর। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিটি ব্যবসায়িক সাফল্যও পেয়েছিল। ২০১৬ সালের সেপ্টেম্বর মুক্তি পাওয়া এ ছবিটি দিয়েই মূলত ঢালিউডে নিজের আসন পোক্ত করেন বুবলী।এরপর আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে এ জুটির।

প্রায় দুই বছর পর ছবিটির সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। মূল ছবির মতো ‘বসগিরি-২’ ও পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। আর নায়কের ভূমিকায় এবারও থাকছেন শাকিব খান। ১০ সেপ্টেম্বর ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে নায়িকার চরিত্রে কে থাকছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে নানা রকম খবর প্রকাশ হচ্ছে। বুধবার ছবিটিতে বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন বলেও খবর বেরিয়েছে। তবে বিষয়টি নাকচ করে দিয়েছেন বুবলী নিজেই।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে। বাংলাদেশ প্রতিদিনকে বুবলী বলেন, বুধবার ছবিটিতে অভিনয়ের বিষয়ে প্রযোজক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে, চুক্তি নয়। তবে শুটিংয়ের সময়সূচি নিয়ে সমস্যা থাকায় তিনি ছবিটিতে অভিনয়ের বিষয়ে এখনো কিছু চূড়ান্ত করেননি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি আরেকটু সময় নিতে চান।

বুবলী আরও বলেন, এমনিতেই বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারে বারবার ব্রেক হচ্ছে। যখন ‘বসগিরি ২’ এর শুটিং শুরু হবে তখন আমার গুরুত্বপূর্ণ পরীক্ষা ও কোর্স থাকবে। এ জন্যই সময় মিলাতে পারছি না।বাকিটা সময় হলেই বলা যাবে।

সম্পর্কিত পোস্ট

জয়া যেন উঠতি বয়সি তরুণী, ভাইরাল ভিডিও

banglarmukh official

বিয়ের পর ফের সুখবর পেলেন মেহজাবীন

banglarmukh official

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পামেলা

banglarmukh official

বোরকা নিয়ে সানা-সম্ভাবনার বিতণ্ডা

banglarmukh official

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

banglarmukh official

মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

banglarmukh official