হুজাইফা রহমানঃ
বই নিয়েছি হাতে যখন, জাগবে চেতন, বিজয় কেতন” স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে শুরু হয়েছে পাঠক সংগঠন ‘লোক প্রশাসন পাঠচক্র’।
নির্ধারিত বই নিয়ে প্রতি মাসে দুটি পাঠচক্র পরিচালনা করার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ বিমুখতা দূর এবং আত্মিক বিকাশ সাধন করে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে কাজ করবে এই সংঘটি। আজ দুপুর ২.৩০ এ লোক প্রশাসন বিভাগের শ্রেণীকক্ষে লোক প্রশাসন পাঠচক্রের শুভ সূচনা এবং প্রথম পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের শুরুতেই উপস্থিত শিক্ষক মন্ডলীদের “শিক্ষাগুরুর মর্যাদা” কবিতা আবৃত্তির মাধ্যমে পাঠচক্রের পক্ষ থেকে স্বাগতম জানায় মাহফুজা মিষ্টি। শুভেচ্ছা বক্তব্যে পাঠচক্রের সমন্বয় কমিটির আহবায়ক অনুপ চক্রবর্তী, এই সংগঠনের উদ্দ্যেশ্য এবং কার্যপরিকল্পনা উপস্থাপনা করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের উপস্থিত শিক্ষকদের মধ্যে জনাব তাসনিয়া সুমাইয়া, জনাব সিরাজিস সাদিক, জনাব হোসনে আরা ডালিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর জনাব রিফাত মাহমুদ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। বক্তারা সবাই পাঠের গুরুত্ব এবং তার স্থায়ী সুফলের কথা সম্পর্কে সবাইকে জানান। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জনাব তাসনুভা হাবিব জিসান কেক কেটে এই পাঠচক্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত হয় আকবর আলি খানের ‘পরার্থপরতার অর্থনীতি’ বই এর উপর লোক প্রশাসন পাঠচক্রের প্রথম পাঠচক্র। এতে বই নিয়ে আলোচনা করেন সজীব, নাভিদ নাসিফ, ফাহাদ, মারুফ, তৌফিক, মাধবী মন্ডলসহ অনেকে। পরে বিকাল চারটায় এ বিভাগের শিক্ষক জনাব তাসনিয়া সুমাইয়া শিক্ষার্থীদের আলোচনার উপর পর্যালোচনা করে প্রথম পাঠক আড্ডার সমাপ্তি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরুন নেচ্ছা প্রাপ্তি।