27 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু প্রচ্ছদ বরিশাল

শহীদ সুকান্ত বাবু স্মৃতি পার্ক সংলগ্ন পুকুরে এ সাতার শেখা কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সাদিক আবদুল্লাহ

তানজিম হোসাইন রাকিব:

বরিশালে ‘শিশুদের জীবন সুরক্ষায় সাঁতার শেখা’ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর)  নগরীর আমানতগঞ্জ এলাকায়  শহীদ সুকান্ত বাবু স্মৃতি পার্ক সংলগ্ন পুকুরে এ সাতার শেখা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, নগরের পুকুর-জলাশয়গুলো নির্বিচারে ভরাট করায় শিশুরা সাঁতার শেখা থেকে বঞ্চিত হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এ সাঁতার না জানায় অঞ্চলে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার বাড়ছে। এটি কমিয়ে আনতে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নগরীর চারটি পুকুরে ৪ থেকে ১৪ বছরের শিশুদের বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

মেয়র বলেন, আগে এ অঞ্চলের মানুষেরা জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় পুরস্কার নিয়ে আসতো। আমাদের সে ঐতিহ্য ফিরিয়ে আনতে শিশুদের সাঁতার শেখাতে হবে। অথচ এখন আমাদের শিশুরা সে সুযোগই পাচ্ছে না।

তিনি বলেন, তেমন কোনো বিনোদনের ব্যবস্থা না থাকায় কোমলমতি শিশুরা বিপথগামী হচ্ছে। ওদের কথা চিন্তা করে নগরের প্রতিটি ওয়ার্ডে মিনি পার্কের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের বরিশাল প্রধান তৌফিক আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, স্কোপের এনায়েত হোসেন শিবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সাঁতার শেখার জন্য ছেলে শিশুদের শহীদ সুকান্ত বাবু স্মৃতি পার্ক সংলগ্ন পুকুর ও পরেশ সাগরের পুকুর এবং মেয়েদের জন্য ব্যাপ্টিস্ট মিশন বালিকা বিদ্যালয় ও অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official