মে ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অন্যান্য বরিশাল রাজণীতি শিক্ষাঙ্গন

সমাজের বোঝা নয় প্রতিবন্ধীরা: রাশেদ খান মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে সমাজের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে পারে তারা।

রোববার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 রাশেদ খান মেনন বলেন, এই সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ রয়েছে। প্রধানমন্ত্রী মায়ের মমতায় প্রতিবন্ধীদের ক্ষমতায়নের জন্য কাজ করছেন।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। প্রতিটি প্রতিবন্ধী সন্তানকে অবশ্যই সু-শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাদেরকে বোঝা মনে করে অবহেলা করা যাবে না। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।

বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল আহম্মেদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য আ. খালেক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষাকার্যক্রমের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুল হাসিব, বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোতালেব হাওলাদার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official