শৌখিন এর প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি” আগামী ৪ সেপ্টেম্বর, ২০১৮ইং, সন্ধ্যা ৬ টায় শুধু মাত্র ইউটিউব চ্যানেলে আসছে….. গত ২৭ এপ্রিল ২০১৮ ইং, শুক্রবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শৌখিন এর প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি” এর তিনটি প্রদর্শনী হয়েছিল। তিনটি প্রদর্শনীতে মোট দর্শক সংখ্যা ছিল ৬৭৯ জন। আমরা আন্তরিক কৃতজ্ঞ সেই সকল দর্শকদের প্রতি। যারা আমাদের এই কাজটি প্রদর্শনীর বিনিময়ে দেখে আমাদের উৎসাহিত করেছিলেন। আর যারা সেই সময় দেখতে পারেননি তাদের সবার জন্যই ইউটিউব চ্যানেলে দেখুন স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি”। আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ আমাদের অনুপ্রানিত করবে এবং সামনের পথকে সুগম করবে।
শৌখিন এর প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি” দর্শকের মনে সাড়া জাগিয়েছে,চিত্রনাট্য ও পরিচালনায় তরুন পরিচালক ও অভিনেতা,হামিদুর রহমান পাপ্পু,রচনা মোঃআলমগীর, বরিশাল এর মেয়ে বিটিভির সংবাদ পাঠিকা,জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী তাসমি চৌধুরী হানসা,অভিনিত এই চলচ্চিত্রে,বরিশাল এর কৃতিসন্তান মঞ্চ অভিনেতা,হাসিব চৌধুরী সহ অন্যান্য কলাকুশলি অভিনিত এই চলচ্চিত্রটি এখন বেশ আলোচিত,দর্শকের মন জয় করে নিয়েছে,সবার মন জয় করে,স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “চিঠি””দেখা যাক কতদুর নিজেকে আলোকিত করে,দেখার অপেক্ষায় রইলো সমগ্র দর্শক।
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.youtube.com%2Fattribution_link%3Fa%3DX8aLakTA2o8%26u%3D%252Fwatch%253Fv%253DO8a2YGIKoS8%2526feature%253Dshare&h=AT26s22n19sfy4cRgTLSMXYvDe-ki-L1mjX_XUnQkzUxYfsRkxpZ_sGqh-2YLWXfyKxBrxsRJ2gRuXhx5orQURmNNarq2IjAoFRLx2KAAnBuMw1TTc01303txQfQ5hUgjXk