তানজিম হোসাইন রাকিব:
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি (মন্ত্রী পদ মর্যাদা) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।
সোমবর (২৩ সেপ্টেম্বর) সকালে দিকে ছাত্রলীগ নেতারা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র ঢাকার বাস ভবনে সাক্ষাৎ করেন।
এসময় তার সঙ্গে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের একটি সুত্র জানায়- তাদের কেন্দ্রীয় নেতা আল নাহিয়ান জয় বরিশালের এই সাংসদের সাথে সাক্ষাত করে আর্শিবাদ চেয়েছেন। পাশাপাশি আগামীদিনগুলোতে সংগঠনের গতি বাড়িতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালি করতে সার্বিক সহযোগিতা চেয়েছেন।
অবশ্য এই সময় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিও সহযোগিতার হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
সাম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন এবং সম্পাদক গোলাম রাব্বানী সরিয়ে দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে সংগঠনের গঠনতন্ত্র অনুসারে ১ নম্বর সিনিয়র সহ-সভাপতি আল নাহিয়ান জয় সভাপতি এবং সম্পাদকের দায়িত্ব পান যুগ্ম সম্পাদক লেখক ভট্টচার্য।