বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি টেক
  4. আদালতপাড়া
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. করোনা
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্রগ্রাম
  15. চাকুরীর খবর

১০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ নিশ্চায়ন না করলে ফল বাতিল

প্রতিবেদক
banglarmukh official
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ

একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীদের ‘প্রাথমিক নিশ্চায়ন’ প্রক্রিয়া শুরু হয়েছে আজ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে এ নিশ্চায়ন করতে পারছেন শিক্ষার্থীরা। ৩৩৫ টাকা ফি পরিশোধ করে এ নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

আগামী ১০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে নিশ্চায়ন না করলে প্রথম ধাপে কলেজ পাওয়া শিক্ষার্থীদের নির্বাচন বাতিল বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে তাদের আবার দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে একাদশে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এ ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আবেদন করেও কলেজ পাননি ৪৫ হাজার ১৮৩ জন।

অনেকে পছন্দের কলেজ পাননি। এজন্য তারা প্রাথমিক নিশ্চায়ন নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা বলছেন, পছন্দের কলেজ না পেলেও শিক্ষার্থীদের প্রথম ধাপে নিশ্চায়ন করতে হবে।

তারা জানান, কারও হয়তো প্রথম পছন্দ ছিল ঢাকা কলেজ, কিন্তু তৃতীয় পছন্দ দেওয়া ছিল অন্য একটি কলেজ। ফলাফলের ভিত্তিতে কলেজ দেওয়ায় শিক্ষার্থীদের হয়তো দুই-তিন নম্বরে দেওয়া পছন্দের কলেজ পেয়েছেন।

যারা এমন প্রথমদিকের পছন্দের কলেজ পাননি, তাদেরও এখন নিশ্চায়ন করে মাইগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে। যদি কেউ নিশ্চায়ন না করেন, তবে তার মাইগ্রেশনের অপশন বন্ধ হয়ে যাবে। তাকে নতুন করে আবেদন করতে হবে। এতে তৃতীয় যে কলেজ পেয়েছিল সেটিও পরে নাও পেতে পারেন। এতে তাকে দুই কূলই হারাতে হবে।

দ্বিতীয়-তৃতীয় ধাপে আবেদন

এদিকে, একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে ১২-১৪ সেপ্টেম্বর। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।

এরপর ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে।

আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

গত ২৮ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাস করেছেন।

অন্যদিকে সারাদেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। সব বোর্ড মিলিয়ে পাস করেছেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। সেই হিসাবে সাড়ে ৯ লাখেরও বেশি আসন খালি পড়ে থাকবে। তবে পছন্দের কলেজ পাওয়া থেকে বঞ্চিত হবেন অনেক শিক্ষার্থী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীকে দেখে রাজনীতিতে আসার অণুপ্রেরণা পেয়েছি: তন্ময়

শ্রেণিকক্ষে ছাত্রীকে ধর্ষণ করলেন সহকারী শিক্ষক, ধামাচাপায় ব্যস্ত প্রধান শিক্ষক

বরিশাল নগরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, মদ ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এরমধ্যে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন ক্ষুদ্রকাঠি এলাকায় অভিযান চালিয়ে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত ৩ শত টাকাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। শনিবার (১০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮। এরআগে শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ওই অভিযানটি পরিচালনা করেন। অভিযানে আটককৃত মোঃ আবুল হোসেন(৪৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠী এলাকার বাসিন্দা এবং মোঃ সাইফুল ইসলাম(২৫) বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন ক্ষুদ্রকাঠি এলাকার বাসিন্দা। অপরদিকে মহানগর গোয়ন্দো শাখার সহকারী পুলিশ কমিশনার নরেশ চন্দ্র কর্মকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক বিপ্লব মিস্ত্রি, এসআই সৈয়দ খায়রুল আল, মোঃ মহিউদ্দিন ও তাদের তাদের সঙ্গীয় ফোর্সসহ নগরের উত্তর বগুড়া রোডস্থ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। এসময় নগরের অক্সফোর্ড মিশিন রোড এলাকার রিয়াজ তালুকদার (৪০) ও রুইয়া হাওলাদার বাড়ি এলাকার মোঃ জামাল মোল্লা ওরফে রামু (৪৫) কে আটক করা হয়। এসময় রিয়াজের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরআগে মহানগর গোয়ন্দো শাখার সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম শামিমের নেতৃত্বে নগরের পিডাব্লিউডি রোডে অপর এক অভিযানে ৩ বোতল ইমপেরিয়াল হুইস্কিসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো বরিশাল নগরের বাজার রোড সাগর গলি এলাকার মোঃ মাসুদুল ইসলাম হাওলাদার (৩০) ও স্ব-রোডস্থ বাকলার মোড় এলাকার পিয়াস বনিক (২৫)। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছে র‌্যাব ও পুলিশের সদস্যরা

অমুসলিমদের কাছ থেকে নবীজী যেসব পোশাক উপহার পেয়েছিলেন

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী

সাংবাদিকদের সাথে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচীব এ্যাডঃ মজিবর রহমান সরোয়ার

চলচ্চিত্রের ফিরছেন মনপুরার নায়িকা

সংসদে যোগ দিলেন নারী এমপিরা

মাথা কাটা ও ছেলে ধরার গুজব ছড়ানো সেই ব্যক্তি আটক

শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বরিশাল র‌্যাব-৮ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা