নিজস্ব প্রতিবেদক ::
বরিশালের গৌরনদীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব ৮) অভিযানে ইয়াবাসহ মো. ওলিদ (২৮) নামে এক মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার এক ইমেল বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার ওলিদ উপজেলার বাটাজোর গ্রামের মৃত বাসাই পেয়াদার ছেলে।
র্যাব অফিস সূত্র জানায়- সোমবার গৌরনদীর বাটাজোর বাজার এলাকার কাওসার হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে ওলিদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় র্যাবের ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
