স্টাফ রিপোর্টার//মোঃ জুবায়ের হোসাইন :
সারা বিশ্বের প্রতিটি সেক্টরে অর্থনৈতিক ধসের সাথে সাথে হোটেল সেক্টরেও ধস নেমেছে। এই অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে ওঠার লক্ষে অনেক নামি দামি হোটেল ইতিমধ্যে চালু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বরিশালের একমাত্র বিলাসবহুল হোটেল, হোটেল গ্রান্ড পার্ক-ও চালু করা হয়েছে। এটি চালু করার মধ্যে দিয়ে দেশি বিদেশি গেস্ট ও স্টাফদের মাঝে সস্থি ফিরে এসছে। উল্লেখ্য হোটেল গ্রান্ড পার্ক চলু করার পরই জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ফিরে পেয়েছিলো বরিশাল বিভাগ। এছাড়াও স্থানীয় ও বিদেশি রাষ্ট্রের সাথে ব্যাবসা ও উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত করার জন্য গেস্টদের থাকা ও খাওয়ার আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। স্থানীয় বাসিন্দা মোঃ ইরফানুল হক ও সুমন চৌধুরী জানান, যে কোন বিভাগে যদি বিলাসবহুল হোটেল না থাকে তবে পর্যটন ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাবসায় সফলতা আসে না, এটি বরিশালের সম্মান আরো উঁচু করে দিয়েছে। এদিকে হোটেলটির অন্যতম একজন প্রতিনিধি আমাদেরকে বলেন, করোনা প্রাক্কালে পর্যটন বিষয়ে সরকারের দেয়া প্রতিটি শর্ত মেনে চলে গেস্টদের সর্বোচ্চ সেবা দেবার চেষ্টা চালাচ্ছি । এবং করোনা বিষয়ে আমাদের স্টাফদের নিয়মিত ব্রিফিংয়ের ব্যাবস্থা করা হয়েছে, এবং হোটেল গ্রান্ড পার্ক বরিশালের ঐতিহ্য নিয়েই সেবা করে যাবে।
