31 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন

অপরাধ দানাবাঁধার আগেই তা নিয়ন্ত্রণে আনতে হবে- প্রলয় চিসিম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ওপেন হাউস ডে তে প্রধান অতিথি ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমি।

প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি বলেন, সমাজ থেকে দুষ্ট আত্মা তাড়াতে হবে। শিষ্টের পালন করতে হবে। থানা হলো জনগণের শেষ আশ্রয়স্থল। অপরাধ দানাবাঁধার আগেই তা নিয়ন্ত্রণে আনতে হবে। এজন্য আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত করে কমিউনিটি পুলিশিং এর পরিপূরক বিটপুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতায় বিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলম ওপেন হাউস ডে তে অংশগ্রহন করা এলাকাবাসী এবং সংবাদকর্মীদের মাস্ক বিতরণ করে বলেন, সমাজে যারা খারাপ কাজ করে তারা সংখ্যায় অত্যন্ত কম। তাই শুধু নিজেকে ভালো রাখলেই হবে না। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন বিএমপি’র উত্তর বিভাগের এই কর্মকর্তা।

এসময় পুলিশের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে ওপেন হাউস ডে তে অংশগ্রহন করা এয়ারপোর্ট থানাধীন কলসগ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক শামীম আকন বলেন, আমাদের মেম্বার চেয়ারম্যানদের অনেক সময় ফোনে পাওয়া যায় না। হয়তো তাঁরা ব্যস্ত থাকেন। কিন্তু বিএমপি’র থানা অফিসার, শীর্ষ কর্মকর্তা এমনকি স্বয়ং কমিশনার মহোদয়কে যে কোন সময় ফোন দিলে পাওয়া যাচ্ছে। তাদের সাথে মন খুলে সমস্যার কথা বলতে পারছি। বর্তমান পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য পূর্বের যে কোন সময়ের পুলিশের থেকে আরও শক্তিশালী এবং আন্তরিক বলে অভিমত ব্যক্ত করেন ওই পল্লী চিকিৎসক।

ওপেন হাউস ডে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ, থানার পুলিশ পরিদর্শকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official