বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের ও পুলিশের মামলায় গ্রেফতার ১২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
এর আগে এই মামলায় আরও ৯ আসামির জামিন হয়। এনিয়ে এ মামলার ২১ আসামির জামিন আবেদনই মঞ্জুর হলো।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোতয়ালী থানার জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) এসআই খোকন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুই মামলায় গ্রেফতার ১২ আসামির জামিন চেয়ে গত ২৯ আগস্ট আবেদন করা হয়। তখন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন মো. আনিচুর রহমান।
তিনি জামিন আবেদন গ্রহণ করে, ২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আজ শুনানি শেষে আবেদন করা ১২ আসামির জামিন মঞ্জুর করা হয়।
আজ জামিন পেয়েছেন-বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক হাসান মাহমুদ বাবু,বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বরিশাল মহানগর এর আহবায়ক ও বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না,মহানগর সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, রূপাতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু, লিটন ঘোষ, মো. রাকিব, শুভ হাওলাদার, শাহিনুল ইসলাম শাহিন, শুভ ঘোষ,বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. অলিউল্লাহ, মিরাজ গাজী ও হারুন অর রশিদ।
বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সভাপতি একেএম জাহাঙ্গীর,সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,সহ সভাপতি ও প্যানেল মেয়র-১ গাজি নঈমুল লিটু,বরিশাল আইনজীবী সমিতির সাধারন সম্পাদক,মহানগর আওয়ামীলীগ এর সদস্য,প্যানেল মেয়র-২ এ্যাডঃরফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ সহস্র নেতাকর্মীরা জেলগেটে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৮ই আগস্ট রাত এ ব্যানার অপসারণ কে কেন্দ্র করে বরিশালে ঘটে যাওয়া সংঘর্ষে সদর উপজেলা ইএনও এবং পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে,পর্যায়ক্রমে ২১ জন আওয়ামীলীগ এর নেতাকর্মী গ্রেফতার হয়,উক্ত মামলায় বরিশাল আদালত প্রাঙ্গনে আজ মামলার শুনানি শেষে,দুপুর এ জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এ্যাডঃতালুকদার মোঃ ইউনুস জানান,,বিজ্ঞ আদালত সকল আসামীদের জামিন বিবেচনা ও মনজুর করেছেন, আইনজীবী সমিতির সভাপতি ও তালুকদার মোঃ ইউনুস কে জামিনদার হিসেবে দশ হাজার টাকার বেলবন্ড এ জামিন মনজুর করেছেন।