প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যে সমস্ত উন্নয়নমূলক কাজ করি তার ৯০ শতাংশই নিজেদের অর্থায়নে করে থাকি। প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকায় জনগণ তার সুফল পাচ্ছে।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৬-১৭ অর্থবছরের ২৮ ক্যাটাগরিতে ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। তখন থেকেই দেশের অগ্রযাত্রা ও মানুষের আর্থিক ও ক্রয় ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হচ্ছে। আগামী অর্থবছরে ৮.২ ভাগ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি ডাবল ডিজিটে নেয়ার লক্ষ্যে কাজ চলছে। আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধক সরকার।
এ সময় শিল্পাঞ্চল গড়ে তুলতে বর্জ ব্যবস্থাপনার দিকে বিশেষভাবে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।