অনলাইন ডেস্ক ::
বাগেরহাটের ফকিরহাটে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মো. গোফরান (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলেন। বাড়ি উপজেলার শুভদিয়া গ্রামে। বাবার নাম গিয়াস উদ্দীন।
সোমবার দুপুরে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার জানান, মোংলা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলকে চাপা দেয়। এতে মটরসাইকেল চালক ওই কলেজছাত্র ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে হেলপার তাহেরকে (৬০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি খুলনার বয়রা এলকার নান্নু মিয়ার ছেলে।