গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পৃথক দুর্ঘটনায় আহত দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মোহাম্মদ আলী (৬৫) ও রিয়াজুল (৩২)। নিহত মোহাম্মদ আলীর বাড়ি বরিশাল সদর উপজেলার কাউয়ারর এলাকার নয়ানী গ্রামে ও রিয়াজুল আগৈলঝাড়া উপজেলার বাঘদা গ্রামের দেলোয়ার খানের ছেলে।
শনিবার দিনগত রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।
নিহতদের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় নগরের রুপাতলী পাওয়ার হাউসের সামনের সড়কের পাশে মোহাম্মদ আলী দাঁড়িয়ে ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসাধীন থেকে রাত ৯টার দিকে মোহাম্মদ আলী মারা যান।
এদিকে আগৈলঝাড়ার বাঘদা গ্রামের রিয়াজুল গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।