আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় গৌরনদী বাটাজোর ইউনিয়নের বাগান বাড়ীস্থ, হিন্দু সংখ্যালগু পরিবারের উপর অতর্কিত হামলা চালায়।
প্রাক্তন মেম্বার বাটাজোর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী শাজাহান হাওলাদার, কিছুদিন পুর্বে অজিত কুমার দাস এর পানের বরজ দখল নিতে যায়,এবং দুই লাখ টাকা চাদা দাবী করে,ও চাদা না দিলে মৃত্যুর হুমকি দেয়,ঘটনাটি এলাকার চেয়ারম্যান এর নিকট জানালে,উল্টো ক্ষিপ্ত হয়ে আজ এই হামলা চালয়।
প্রাক্তন মেম্বার,বাটাজোর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী,সাজাহান হাওলাদার লোকজন নিয়ে,অজিত কুমার দাস এর ঘরে ডুকে তার উপর অতর্কিত হামলা চালায়, ও মহিলাদের মারধর করে,হুমকি দেয় চাঁদা না দিলে ভারতে পাঠিয়ে দেয়া হবে।
হিরালাল কুমার দাস এর পুত্র অজিত কুমার দাস গুরুতর আহত অবস্থায় গৌরনদী স্বাস্থ্যকমপ্লেক্স এর ৪২ নং বেড এ ভর্তি আছেন।
মামলা দায়েরের প্রস্তুতি চলছে উক্ত ঘটনার পর বাটাজোর এর সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ভিতসন্ত্রস্থ অবস্থায় আছে,যে কোনো সময় আবারো হামলা চালাতে পারে বলে ধারনা করা হচ্ছে।