আরিফুর রহমান আরিফ:
ঝালকাঠিতে ৪৮ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪ সেপ্টেম্বর) জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন , জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ আলম , জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।