পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের প্রবীণ নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ আজ ঢাকার উদ্যেশ্যে বিমানযোগে বরিশাল ত্যাগ করেছেন।
মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহকে বরিশাল বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ প্রমুখ।