30 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জাতীয় রাজণীতি

“তিন বিএনপি নে’তাকে নিয়মিত টাকা দিতেন জি কে শামীম”

টেন্ডা’রবাজি ও চাঁ’দাবাজির সুনি’র্দিষ্ট অভি’যোগে আ’টক জি কে শামীমের বি’রুদ্ধে বেরি’য়ে আসছে একের পর এক চাঞ্চ’ল্যকর ত’থ্য। গোয়ে’ন্দা সং’স্থাগুলো প্রমা’ণ পেয়ে’ছে যে যুবলীগ বা আওয়ামী লীগের নারায়নগঞ্জ শাখার নে’তা হলেও জি কে শামীম নিয়মি’তভাবেই বিএনপিকে টাকা দি’তেন। এরমধ্যে সুনি’র্দিষ্টভাবে বিএনপির তিন নে’তাকে তিনি নিয়’ম করে মাসো’হারা দি’তেন বলে জানা গেছে।

*জি কে শামীমের অফিসে র‌্যা’ব অভি’যান পরিচা’লনার সময় বিপুল পরি’মান টাকা, অস্ত্র’শস্ত্র ও অন্যান্য সা’মগ্রীর সঙ্গে একটি খা’তাও খুঁ’জে পায়। ওই খাতায় দেখা যায় যে, বিএনপি শীর্ষ’স্থানীয় নে’তা মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খানকে নি’য়মিত বে’তনের মতো টাকা দিতেন জি কে শামীম। ওই খা’তাটা এখন গো’য়েন্দা সংস্থা’র হাতে রয়েছে।

*মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান যে নিয়মিত টাকা পেতেন যে ব্যা’পারে নিশ্চি’ত হতে পেরেছে গো’য়েন্দারা। এই টাকার অংকটা কো’টির ঘরে বলে জানিয়েছে একটি সূ’ত্র। মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান বাদে আর কোন নে’তা জি কে শামীমের কাছ থেকে টাকা পেতেন তা নিয়েও ত’দন্ত করছেন গো’য়েন্দারা।

*উল্লেখ্য, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নিকেতনে জি কে শামীমের ব্যবসায়িক কার্যা’লয় জি কে বিল্ডা’র্স থেকে তাকে আ’টক করা হয়। সেখান থেকে বি’পুল পরি’মান টাকাও উদ্ধা’র হয়। শামীমের মায়ের নামেই ১৪০ কোটি টাকার এফডি’আরের স’ন্ধান পেয়েছে র‍্যা’ব।

*রাজধানীর মা’ফিয়া ঠিকা’দার জি কে শামীমকে নিয়ে আত’ঙ্কে আছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। এরই মধ্যে জেলার শী’র্ষপর্যায় থেকে জি কে শামীম নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কেউ নন বলে বিবৃ’তি দেওয়া হয়েছে। তবে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শামীমের ছবি সামা’জিক যোগা’যোগ মাধ্যমে ভা’ইরাল হয়েছে। শুক্রবার জি কে শামীম গ্রেফতার হওয়ার পরপরই তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বলে প্রচার হয়। নথিতে তার নাম না থাকলেও শূন্য প’দে তার নাম প্রস্তাব করেছিলেন জেলা সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল। কিন্তু জি কে শামীম গ্রেফতার হও’য়ার পর আবদুল হাই দা’বি করেন তিনি দলের কেউ নন।

*গত বছর অসু’স্থ হয়ে হাসপা’তালে ভ’র্তি ছিলেন আবু হাসনাত শহীদ বাদল। তখন আবদুল হাই ও জি কে শামীম শহীদ বাদলকে দেখতে যান। ছ’বিতে তা দেখা গেছে। ২০১৬ সালের ৯ অক্টোবর আবদুল হাইকে সভাপতি এবং আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্যবিশিষ্ট জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘো’ষণা করা হয়। ওই কমিটি গঠনের ১৩ মাস পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের কমি’টি অ’নুমোদন দেয় কেন্দীয় আওয়ামী লীগ। তবে এ কমিটিতে ৮টি প’দ খা’লি ছিল। ২০১৮ সালের ২৯ জুলাই জেলা আওয়ামী লীগের ৮টি প’দ পূরণের লক্ষ্যে সভায় সদস্য হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগ’ঠনিক সম্পাদক আনিসুর রহমান দিপুর নাম সর্বসম্ম’তিক্রমে গৃ’হীত হয়।

*সেই সভার প্রকাশিত সংবাদে দেখা গেছে, ‘সে সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শীর্ষ’ নে’তাদের পক্ষে কাদির, জি কে শামীম ও শরফুদ্দিনসহ আরও দুজনের নাম প্র’স্তাব করা হয়। ওই সংবাদ অনুযায়ী, জি কে শামীমকে প’দ দেওয়ার ব্যাপারে জেলা আওয়ামী লীগের সদস্য শামসুল ইসলাম ভূঁইয়াসহ অনেকেই আ’পত্তি করেন। শামসুল ইসলাম ভূঁইয়া দা’বি করেছিলেন, জি কে শামীম বিএনপির রাজনীতির সঙ্গে স’ম্পৃক্ত। তিনি জানান, তার কাছে প্রমাণ আছে, জি কে শামীম বিএনপি নেতা মির্জা আব্বাসের পি’এস (একান্ত স’চিব) ছিল। এ নিয়ে সভাপতির সঙ্গে শামসুল ইসলাম ভূঁইয়াসহ জেলা আওয়ামী লীগের অন্য নে’তার বাকবি’তণ্ডা হয়। ফলে কোনো সিদ্ধা’ন্ত ছাড়াই সভা শেষ হয়।

*নারায়ণগঞ্জে সর্ব’ত্র আলোচ’না কে এই জিকে শামীম: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের মৃ’ত মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে জি কে শামীম। তিন ছেলে নাসিম, শামীম ও হোসাইনের মধ্যে শামীম ছিলেন দ্বিতীয়। তার বাবা ছিলেন হরহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শামীমরা তিন ভাই-ই রাজনীতি করেন। বড় ভাই নাসিম জাতীয় পার্টি আর শামীম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। শামীম সোনারগাঁও বারদী আ’লিয়া মাদ্রা’সা থেকে এসএ’সসি ও পঞ্চমীঘাট কলেজ থেকে ১৯৮৮ সালে এইচএ’সসি পা’স করে ঢাকায় লেখাপড়া করতে সোনারগাঁও ত্যা’গ করেন।

*তিনি ঢাকায় এসে জ’ড়িয়ে পড়েন রাজনীতিতে। এরপর আর তাকে পিছনে ফিরে তা’কাতে হয়নি। জানা যায়, ঢাকায় প্রথমে একটি মে’সে থাকতেন শামীম। সেখান থেকে ধীরে ধীরে নিজের বাড়ি গাড়িসহ অঢে’ল সম্পদের মা’লিক বনে যান তিনি। বাসাবো ও সবুজবাগ এলাকায় বেড়ে ওঠা তার। সেখানে নিজ’স্ব বাহি’নী তৈরি করেন তিনি। সোনারগাঁওয়ে বাড়ি থাকলেও এখানে থাকতেন না শামীম। বাবার বাড়িতে নতুন করে ভ’বন নির্মা’ণ করেন। সরেজমিন দেখা যায়, প্রায় ১০ শতাংশ জমির ওপর তিনতলা বাড়ি নির্মা’ণ করেছেন তিনি। বাড়িটিতে বিলা’সবহুল আসবাবপত্র ও কোটি টাকার মালামালসহ একজন কেয়া’রটেকার থাকেন শুধু। তবে দুই দিন আগেই কেয়ার’টেকার ছুটি নিয়ে দর’জায় তা’লা দিয়ে চলে যান। এখন সু’নসান নীর’বতা ওই বাড়িটিতে।

*তিনতলা বাড়ি’টি শামীম একা থাকার জন্যই তৈরি করেছেন। ভিতরে রয়েছে গাড়ি পা’র্কিংয়ের বিশা’ল ব্যব’স্থা। জানা যায়, গত রমজানের ঈদে সর্বশেষ বাড়ি এসেছিলেন শামীম। ঈদের দিন কা’টিয়ে আবার তিনি ফিরে যান ঢাকায়। তবে তার সঙ্গে অ’স্ত্রসহ ৬ জন গান’ম্যান আনার বিষয়টি নজর কাড়ে এলাকা’বাসীর। স্থানীয়রা জানান, জি কে শামীম সম্পর্কে তেমন কিছু জানেন না তারা। তারা শুধু জানেন, তিনি ঢাকায় বড় ব্যবসা ও আওয়ামী লীগের রাজনীতি করেন। তারা জানান, বাবার রেখে যাওয়া ১০ কানি (৩০০ শতাংশ) জমি ছাড়া এখানে আর তাদের কোনো সম্পত্তি নেই। তবে শামীম বাড়িটিতে অনেক খ’রচ করেছেন এবং ভিতরে অনেক বিলাস’বহুল আসবা’বপত্র কিনেছেন। তার ভাতিজা সনমান্দি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার জানান, চাচা তো যুবলীগের কেন্দ্রীয় নেতা। শেষ ঈদে বাড়ি এসেছিলেন। কেয়ার’টেকার চলে গেছে দুই দিন আগে। তবে কোথায় গেছে জানি না।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official