এবার দক্ষিণাঞ্চলে নৌ পথে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা শুরু হচ্ছে। আগামী ১৩ সেপ্টেম্বর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের নেতৃত্বে দক্ষিণাঞ্চলে নির্বাচনী সফর উপলক্ষে লঞ্চযাত্রা শুরু হবে। তবে বরিশালে নয়, নির্বাচনী সভা, সমাবেশ, পথসভা হবে বরগুনা ও পটুয়াখালীতে।
এ উপলক্ষে সাজ সাজ রব পড়েছে এই দুটি জেলায়। পটুয়াখালীতে সম্বলিতভাবে আওয়ামীলীগ নেতা কর্মীরা সমাবেশকে সফল করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেও দলীয় কোন্দলে জর্জরিত বরগুনায় এখনও গুমোট অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ‘নীলসাগর এক্সপ্রেস’ট্রেনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী গণসংযোগ শেষের পর ওবায়দুল কাদের জানান, ১৩ সেপ্টেম্বর নৌপথে বরিশাল বিভাগে গণসংযোগ উপলক্ষে রওনা হবেন।
দক্ষিণাঞ্চলে আওয়ামীলীগ নেতৃবৃন্দর নৌ যাত্রার কথা স্বিকার করেছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল। তবে তিনি জানান বরিশালে নয়, পটুয়াখালী ও বরগুনা সফরে আসছেন সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা ১৪ সেপ্টেম্বর পটুয়াখালী ও বরগুনায় নির্বাচনী সমাবেশ করবেন।
বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান রিন্টু জানান, নেতৃবৃন্দ ১৩ সেপ্টেম্বর রাতে সুন্দরবন-৯ লঞ্চে আসবেন। তিনিও তাদের সফর সঙ্গী হিসাবে থাকবেন। এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর উপলক্ষে সাজ সাজ রব পড়েছে পটুয়াখালী ও বরগুনায়। পটুয়াখালী আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর জানান, তারা একটি বড় কর্মী সমাবেশের আয়োজন করবেন।
আজ সোমবার সকালে জেলা আওয়ামীলীগের জরুরী সভা আহবান করা হয়েছে। সভায় কর্মী সমাবেশের স্থান নিয়ে আলোচনা হবে। তিনি জানান, এই মুহুর্তে বৃস্টিতে মাঠগুলো পানিতে ডুবে আছে। তাই স্থান নির্ধারণ নিয়েই এই সভা।
তিনি জানান, ১৪ সেপ্টেম্বর সকালে নেতৃবৃন্দ পটুয়াখালী এসে নাস্তা করে বরগুনা যাবেন। সেখানে সমাবেশ ও জুমার নামাজ পরে পটুয়াখালী আসবেন। পটুয়াখালরি সমাবেশ শেষ করে ঐ দিন রাতেই তারা একই লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।