পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রাম থেকে কলেজ ছাত্র তৌফিক হাওলাদারে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
শনিবার সকালে পুলিশ মৃতদেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।
মৃত তৌফিক মনষাতলী গ্রামের ইরিয়াশ হাওলাদারের ছেলে ও মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নান্না মিয়া বলেন, দীর্ঘদিন অসুস্থ্যতার কারনে মানসিকভাবে ভেঙ্গে পড়ে তৌফিক। গত বৃহস্পতিবার রাতে বাবা-মায়ের সাথেই ঘুমিয়ে ছিলো সে। মাঝ রাতে হঠাৎ কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায়। শুক্রবার ভোরে বাড়ির পিছনের একটি গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে স্বজন ও এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।