30 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

বরিশালে একই বাড়িতে ১৮ জন ডায়রিয়া আক্রান্ত, ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ::

বরিশালের উজিরপুরে একই বাড়িতে ১৮জন ডায়রিয়া রোগে আক্রান্ত। ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার বিকাল ৫টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামের হাবিবুর রহমান তালুকদারের (৬০) মৃত্যু হয়।

এর আগে ১৯ সেপ্টেম্বর রাত ২টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই বাড়ির ফজলুল হক তালুকদার মারা যান।

এছাড়া ১৯ সেপ্টেম্বর থেকে একই বাড়ির মৃত সামছুল হক তালুকদারের স্ত্রী ঝর্ণা বেগম (৬৫), আলমগীর হোসেন তালুকদার (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), রুমা বেগম (৩৮) বরিশাল সদর হাসপাতালে ভর্তি হন।

৪ বছরের শিশু নাদিয়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পারভীন বেগম (৩৮), মনির হাওলাদার (৩৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বানারীপাড়া হাসপাতালে ভর্তি হন।

সুলতানা বেগম (৩০), হিরু তালুকদার (৫০), নাবিলা (১৮), আশা (১৪), আফিয়া (৫), সাজিন (১১), মিলন (৩০), ময়নাসহ (৫০) বর্তমানে আরও কয়েকজন বাড়িতে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছেন।

তবে কী কারণে তাদের ডায়রিয়া হয়েছে কেউ বলতে পারছেন না। তারা সবাই গভীর নলকূপের পানি পান করছেন এবং পুকুরে গোসলসহ থালাবাসন ধৌত করার কাজ করছেন বলে তারা জানান।

বাড়িতে চিকিৎসাধীন সুলতানা বেগম জানান, আমি বাবার বাড়িতে বেড়াতে যাই। বাড়ির কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হলে আমি স্বামীর বাড়িতে চলে আসলেও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকার কয়েকটি বাড়িতে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. একেএম শামসউদ্দিন জানান, বিষয়টি আমি জেনেছি সম্ভবত ফুট পয়োজনিংয়ের কারণেই ডায়রিয়া হয়েছে। বর্তমানে একজন স্বাস্থ্য কর্মকর্তা ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, বিষয়টি সম্পর্কে আমাদের জানা নেই তবে আমরা দ্রুত খোঁজখবর নিচ্ছি।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official