30 C
Dhaka
জুলাই ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরিশালে ব্যাটারীচালিত অটো ও রিকশা বন্ধের প্রতিবাদে মেয়রের বাড়ির সামনে অবস্থান

রাতুল হোসেন রায়হান:

১ অক্টোবর থেকে বরিশাল নগরীতে ব্যাটারী চালিত রিকশা ও হলুদ অটো বন্ধের ঘোষণা দিয়েছে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। এরই প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে এক ঘন্টা সময় ধরে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাড়ির সামনে অবস্থান করে মালিক ও শ্রমিকরা। এক পর্যায়ে বৈঠক ডেকে সমাধানের আশ্বাসে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা স্থান ত্যাগ করে।

বরিশাল নগরীতে আড়াই হাজারের বেশী ব্যাটারী চালিত অটো ও রিক্সা চলাচল করে। তবে কয়েকটি সড়কে যানজট নিরসনের জন্য পহেলা অক্টোবর থেকে ব্যাচারী টালিত রিক্সা ও অটোরিক্সা চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে এর মালিক ও শ্রমিকরা সিটি মেয়রের বাড়ির সামনে অবস্থান করে।

অটো মালিক ও চালকরা জানান, তাদের মধ্যে কেউ ঋণ করে গাড়ি কিনেছেন, এই দিয়ে সংসার চলে, চলে বৃদ্ধ মা বাবার ভরনপোষণ। এই সময়ে অটোরিক্সা চলাচল বন্ধ করে দিলে তাদের না খেয়ে থাকার পাশাপাশি সন্তানদের স্কুলের লেখা-পড়া বন্ধ হয়ে যাবে। এক সময়ে বেকার জীবনের চালকরা নগরীতে অপরাধ প্রবণতা কাজে জড়িয়ে
পড়বে বলে তারা মনে করেন।

অটো মালিক-শ্রমীক চালকরা বলেন প্রশাসন জনসাধারনের দূর্ভোগ লাগবের যে অজুহাতে ইজিবাইক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কার স্বার্থে তা আমরা জানিনা। তবে এত নগরবাশীর দূর্ভোগ কমে আসবে না আরো দূর্ভোগ বাড়বে।

অনেক মধ্যবিত্ব পরিবার সদস্যরা তাদের সন্তানদের নিয়ে ৫ টাকা থেকে ১০ টাকায় চলাচল করতে পারছে। এসব গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে নগরবাশী দূর্ভোগ কি তারা বুজতে পারবে কয়েকদিন গেলে।

এরা আরো বলেন সারা দেশের মেট্রো শহরে ইজিবাইক চলছে উচ্চ আদালত কি শুধু বরিশালের জন্য রায় দিয়েছে?

এসময় পরিস্থিতি শান্ত রাখতে উপস্থিত কোতোয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ মো. নূরুল ইসলাম বলেন, সিদ্ধান্ত হয়েছে বিকেলে বৈঠক করে সিদ্ধান্ত দেবেন মেয়র।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official