31 C
Dhaka
জুলাই ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে রিকশা চালকদের বিক্ষোভ

চালকদের ওপর জুলুম-নির্যাতন ও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে রিকশা চালকরা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন সদর রোডে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। বরিশাল রিকশা ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দুলাল মল্লিক।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসেন, রিকশা ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ও হোটেল রেস্তোরাঁ শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের নামে রিকশা চালকদের ওপর জুলুম-নির্যাতন করছে পুলিশ। খেটে খাওয়া লোকগুলো মানবেতর জীবনযাপন করছেন। দেশ ডিজিটাল হলেও এখন পর্যন্ত রিকশা ডিজিটাল হয়নি। শ্রমিকরা এখন পা চেপে রিকশা চালাতে চান না। তাই ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ বন্ধ করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেয়ার দাবি জানান বক্তারা।

এর আগে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official