বরিশাল নগরীর ঐহিত্যবাহী জেল খাল অবৈধ দখলমুক্ত ও পুনঃখনন কাজ শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুর ১২টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় জেল খাল দখলমুক্ত ও পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
এরপর সিটি কর্পোরেশনের সহায়তায় ৩.২ কিলোমিটার জেল খাল অবৈধ দখলমুক্ত ও সংস্কার কাজ শুরু হয়। এর আগে জেল খাল অবৈধ দখলমুক্ত ও সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার (বীর উত্তম), মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোকলেছুর রহমান, বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম তালুকদার ও জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ভূমি মন্ত্রণালয় নগরীর ঐহিত্যবাহী জেল খাল অবৈধ দখলমুক্ত করতে ৬ লাখ টাকা বরাদ্দ দেয়। পানিসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি এক আদেশে জলাশয় ও বদ্ধ খালের পানিপ্রবাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেয়। সিটি কর্পোরেশন থেকে নগরীর ২৩টি খাল পুনঃখননের জন্য মন্ত্রণালয়ে আড়াইশ কোটি টাকার একটি প্রকল্প জমা দেয়া হলেও প্রকল্পের প্রাক্কলন বেশি হওয়ায় প্রকল্প পাস হতে বিলম্ব হচ্ছে। তাই শুধুমাত্র জেল খাল পুনঃখননের জন্য একটি পৃথক প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। এই ৩ প্রকল্পের সমন্বয়ে জেল খাল অবৈধ দখলমুক্ত করে সংস্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।