31 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ

বাথরুমে যাবার কথা বলে বাসরঘর থেকে বর গায়েব!

অনলাইন ডেস্ক :

বিয়ে করে বাসর রাতে নববধূকে রেখে বাথরুমে যাবার কথা বলে ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেননি বর। দীর্ঘ সময় অপেক্ষা করে বর আর না আসায়  পরিবারের লোকজনকে বিষয়টি জানায় নববধূ। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে গোটা উপজেলায় তোলপাড় শুরু হয়েছে।

ঘটনাটি ৩০ আগস্ট ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর চাক্কাটিলা গ্রামে।

নিখোঁজ বর আব্দুল কাদির শুকুর (২৭) জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর চাক্কাটিলা গ্রামের চরু মিয়ার পুত্র। শুকুর স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করেন। কনে আঁখি আক্তার এর বাড়ি জায়ফরনগর ইউনিয়নের কাটানালারপার গ্রামে।

শুকুরের পরিবারের লোকজন জানায়, শিক্ষক আব্দুল কাদির শুকুর ছয় মাস পূর্বে গোপনে প্রেম করে বিয়ে করেন আঁখি নামের এক মেয়েকে। ঘটনাটি এক সময় পরিবারের সদস্যদের কাছে চাউর হলে প্রথমে তারা মেনে না নিলেও শুকুরের জেদের কাছে হার মেনে ৩০ আগস্ট শুক্রবার রাতে কনেকে আনুষ্ঠানিকভাবে বাড়িতে উঠিয়ে আনা হয়। রাত ১২টার পর আঁখিকে বাসর রাতে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে শুকুর ঘর থেকে বের হয়ে আর ফিরে না আসায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর পরিবারের লোকজন বিষয়টি জেনে তাকে খুঁজতে বের হলে বাথরুমের কাছে শুকুরের পায়ের জুতা ও গায়ের গেঞ্জি পাওয়া গেলেও শুকুরকে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় শুকুরের বড় ভাই নুর ইসলাম শনিবার জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম সরদার শনিবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ শুকুরের বড় ভাই এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করেছেন। তাকে খুঁজতে পুলিশ তৎপর রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official