নারায়ণগঞ্জে পৃথক তিন থানায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতারকৃত ১১জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের আবেদনে সোমবার পৃথক সময় দুটি আদালতে রিমান্ড শুনানী হয়।
কোর্ট পুলিশের এসআই কামাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আফজাল হোসেন, হাসান, মফিজুল ইসলাম, হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
এ মামলায় তাদের ৪ জনের বিরুদ্ধে পুলিশের আবেদনে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসীন। একই আদালত সিদ্ধিরগঞ্জের বিস্ফোরক আইনের মামলায় জিয়া উদ্দিন বিজয় ও রমজান ভূইয়ার বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
অপরদিকে, নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অশোক কুমার দত্তের আদালত ফতুল্লা মডেল থানার বিস্ফোরক আইনের মামলায় দুলাল ভুইয়া, রাজিব হোসেন, সোহেল মোল্লা, আব্দুল কাদের ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।