পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঠবাড়িয়া বাজারের তন্নী স্টোর থেকে অবৈধ ৩৫ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করেছে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন। যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। স্টোরটি সিলগালা করা হয়েছে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ এবং মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রিপন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বুধবার সকালে মঠবাড়িয়া বাজারে বিপুর পরিমান অবৈধ কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহ কর্মকর্তা, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকের যৌথ অভিযানে এ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক দোকান ফেলে পালিয়ে যায়। ওই একই সময়ে গোপন তথ্য অনুযায়ী আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিচ তলায় তন্নি স্টোরের একটি গোডাউনের সন্ধান পাওয়া যায়। এখান থেকেও বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এসময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহরাওয়ার্দী, মঠবাড়িযা থানার এ,এসআই সোহেলসহ বাজার কমিটি, স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তাগন বলেন, “অবৈধ কারেন্ট জালের ব্যবহারের কারনে মৎস্য সম্প্রসারণ ব্যাহত হচ্ছে। একটি অসাধু চক্র গোপনে সিন্ডিকেডের মাধ্যমে এ ব্যবসা চালিয়ে আসছেন। অধিকাংশ জালের প্যাকেটেই উৎপাদন স্থান মুন্সীগঞ্জ লেখা থাকে। ফ্যাক্টরি সিলগালা থাকলেও পিছনের দরজা দিয়ে তারা অবৈধ উৎপাদন চালিয়ে আসছে।”
সহকারি কমিশনার ভূমি রিপন বিশ্বাস জানান, অবৈধ জালগুলো বিনস্ট করা হয়েছে এবং দোকান সিলগালা করে থানা পুলিশের কাছে চাবি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,এম সরফরাজ জানান,“ কারেন্ট জালের ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। আমরা অবৈধ কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে সজাগ আছি। তথ্য পেলেই ব্যবস্থা নেওয়া হবে।”