28 C
Dhaka
জুলাই ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ রাজণীতি

৩০ ভাগ কাজ করবেন আর ৭০ ভাগ খাবেন, তা হবে না : গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ঠিকাদারদের হুঁশিয়ার করে বলেছেন, ৩০ ভাগ কাজ করবেন আর ৭০ ভাগ খাবেন, তা হবে না।

মন্ত্রী বলেন, ‘আপনারা যারা ব্যবসা করবেন, করেন। তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু ব্যবসার পরিমাণটা কোনোভাবেই যেন রিজনেবল অঙ্কের বাহিরে চলে না যায়। ২০ ভাগ লাভ করেন, সর্বোচ্চ ৩০ ভাগ করেন। কিন্তু ৩০ ভাগ কাজ করবেন আর ৭০ভাগ খাবেন, আমি যতদিন এমপি আছি ততদিন এটা হবে না।’

তিনি বলেন, ‘ইতোমধ্যে চলমান বিভিন্ন উন্নয়ন কাজের গুণগতমান নিয়ে আমার কাছে অনেক অভিযোগ আছে। কোনোভাবেই কাজের গুণগতমান নিশ্চিত না করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেয়া যাবে না।’

উন্নত বাংলাদেশ গড়ায় শেখ হাসিনার কোনো বিকল্প নাই– এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব নাই যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, আধুনিক এই রকম একটি জায়গায় নিয়ে এসেছে এবং আরও দূরে নিয়ে যাবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে পদ্মাসেতুর নির্মাণ কাজ প্রায় শেষ। বেকুটিয়া ব্রিজের ৩৫ ভাগ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কলাখালী থেকে ব্রিজ হবে। ইন্দুরহাট, স্বরূপকাঠী, কলারদোয়ানিয়ায় ব্রিজ হবে। পিরোজপুর-১ আসন হবে বাংলাদেশের উন্নত ও সমৃদ্ধ জনপদের একটি দৃষ্টান্ত। কোনো জায়গায় ভাঙা রাস্তা, ভাঙা স্কুল, ভাঙা কলেজ থাকবে না। বিপন্ন মসজিদ থাকবে না, বিপন্ন মন্দির থাকবে না।’

রোববার পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ডে জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের (বরিশাল জোন) আওতায় নাজিরপুর-শ্রীরামকাঠী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

সড়ক ও জনপদ বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, কৃষক লীগের কেন্দ্রীয় আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমুখ।

পরে মন্ত্রী নাজিরপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ যুব ও মহিলা ফুটবলারদের খেলা উদ্বোধন করেন।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official