খাশোগিকে হত্যার পর সৌদি সাংবাদিক জামাল খাশোগির মৃতদেহ টুকরো টুকরো করে বন বা কৃষি জমিতে ফেলে দেয়া হয়েছে এমন ধারণা করছে তুরস্ক।
খাশোগির মরদেহের সন্ধানে বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে তুরস্কের পুলিশ। বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এখনো কোনো মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি।
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেট অফিসে প্রবেশের পর সাংবাদিক জামাল খাশোগির সন্ধান মেলেনি। তুরস্ক দাবি করছে, কনসুলেট অফিসের মধ্যে তাকে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডে অংশ নেয়া ১৫ জনের ছবিও প্রকাশ করেছে দেশটির সরকারপন্থি সংবাদমাধ্যম।