29 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন

টেকনাফে ৮ লাখ ইয়াবা বড়ি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে বস্তার ভেতর থেকে ৮ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। আজ রোববার সকালে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়ার নোয়াখালীপাড়া এলাকায় এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, চারটি বস্তার ভেতর থেকে ৬ লাখ ইয়াবা বড়ি পাওয়া গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) নিহাদ আদনান তাইয়ান। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক দাম ১৮ কোটি টাকা।

অপরদিকে একই সময়ে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া নৌ-ঘাট এলাকার সাগরে ভাসমান অবস্থায় একটি ইয়াবার বস্তা উদ্ধার করেছে বিজিবি। পরে ওই বস্তার ভেতর থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা বড়ি। ছবি: সংগৃহীত লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী বলেন, সাগরে একটি বস্তা ভাসতে দেখে বিজিবি। পরে বস্তাটির ভেতর থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা এসব ইয়াবার দাম ৬ কোটি ৩০ লাখ টাকা, যা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে।

সারা দেশে সরবরাহ করার উদ্দেশ্যে পাচারকারীরা সাগরপথে ট্রলারে করে ইয়াবার চালান মিয়ানমার থেকে এনে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের আশপাশে মজুতের চেষ্টা করছিল বলে ধারণা করছে পুলিশ ও বিজিবি।

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official