প্রবীণ রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম গুরুতর অসুস্থ। গত শনিবার থেকে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি।
পারিবারিক সূত্র জানায়, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছেন। গত বুধবার রাতে তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর আজগর আলী হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে শনিবার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, অ্যাপোলো হাসপাতালে তরিকুল ইসলামকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁর পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।