২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কয়েকজন নেতার বিরুদ্ধে দেয়া রায়কে ফরমায়েশি রায় উল্লেখ করে প্রতিবাদে বরিশালে জাতীয়তাবাদী মহিলা দল মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।
শনিবার বেলা ১১টার দিকে নগরীর সদররোড সংলগ্ন টাউন হল চত্বরে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা মহিলা দলের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এরপর বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।
উত্তর জেলা মহিলা দলের সভাপতি তাসলিমা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মহিলা দল নেতা তাসলিমা কালাম পলি, দক্ষিণ জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফাতেমা রহমান, পাপিয়া আজাদ, ফাতেমা তুজ জোহরা মিতু, মির্জা খাদিজা, হাজেরা বেগম ও শায়লা শারমিন প্রমুখ।
উত্তর জেলা মহিলা দলের সভাপতি তাসলিমা বেগম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহিলা দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। মানববন্ধনে কোনো মাইক কিংবা হ্যান্ড মাইকও ব্যবহার করতে দেয়নি পুলিশ। এরপর মিছিল করতে চাইলে তাতেও বাধা দেয় পুলিশ।