এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট

মাঠে ঢুকে বিরাট কোহলিকে চুম্বনের চেষ্টা ভক্তের

রাজকোটের পর এবার হায়দরাবাদ৷ নিরাপত্তার বেষ্টনী টপকে বিরাট কোহলির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়ল এক ভক্ত৷ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ১৫তম ওভারে মাঠের ঢুকে একেবারে ক্রিজের কাছে পৌঁছে যান সেই ভক্ত৷

কোহলি অবশ্য কায়দা করেই মাঠে ঢুকে পড়া ভক্তকে এড়িয়ে যান৷ ভক্তের আচরণ পছন্দ না হওয়ায় নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করে না দেওয়া পর্যন্ত তার সঙ্গে দূরত্ব বজায় রাখেন বিরাট৷

কিন্তু তার আগেই ভারত অধিনায়ককে জড়িয়ে ধরে চলে সেলফি তোলা৷ এর আগে রাজকোটেতেও মাঠে ঢুকে কোহলির সঙ্গে সেলফি তুলেছিলেন দুই ক্রিকেটভক্ত৷ প্রশ্ন উঠছে বারবার নিরাপত্তা টপকে কীভাবে মাঠে প্রবেশ করছে ভক্তরা৷ রাজকোটের ঘটনার পুনরাবৃত্তি সেই প্রশ্নই তুলে দিচ্ছে৷

ক্রিকেটারদের নিরাপত্তা সুরক্ষিত যে নয়, হায়দরাবাদের ঘটনা সেটাই প্রমাণ করে দিল৷ শুধু তাই নয় মাঠের ঢুকে সেই ক্রিকেট ভক্ত কোহলিকে জড়িয়ে ধরে চুমু খেতে যান৷ সেই সময়ই তাকে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা৷

এর আগেও কোহলিকে ছুঁয়ে দেখতে ‘বিরাট’ অনুরাগীদের বেপড়োয়া হতে দেখা গিয়েছে৷ চলতি বছরের আইপিএল চলাকালীন দিল্লির ফিরোজ সাহ কোটলায় কোহলির পায়ে প্রণাম ঠুকতে নিরাপত্তা টপকে ছুটে গিয়েছিলেন এক ক্রিকেটভক্ত৷

শুধু কোহলিই নয়, সাবেক ভারত অধিনায়ক ধোনির সঙ্গেও সেলফি তোলার জন্য ভক্তদের মধ্যে এমন আগ্রহ দেখা যেত৷  এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টেই কোহলির সঙ্গে এমন ঘটনা ঘটল৷ তবে এদিন বিরাট ভক্তের জড়িয়ে ধরার পর চুমু খাওয়ার ঘটনা সব কিছুকে ছাপিয়ে গেল বলা চলে৷

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official