যশোরের বাঘারপাড়ায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের পঞ্চনা বটতলা পূজা মন্ডপে এ ঘটনা ঘটে।
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ একই উপজেলার জয়রামপুর গ্রামের শাহিন মোল্লা (৪০) ও মোশারেফ হোসেন (৪৫) নামে দুজনকে আটক করেছে। মঙ্গলবার পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পঞ্চনা বটতলা পূজা মন্ডপের সভাপতি কার্তিক সিংহ বলেন, ‘সোমবার রাতের কোন এক সময় কে বা কারা পূজা মন্ডপে ঢুকে দুর্গা প্রতিমার দুটি হাত ও হাতে থাকা তীর ভেঙে ফেলে, অসুরের মাথা মুচড়িয়ে অন্যদিকে ঘুরিয়ে দেয়, গনেশের শুড় ক্ষতিগ্রস্থ এবং মুকুট ও হাতের গদা ফেলে দেয়। মঙ্গলবার প্রতিমা সংস্কার করা হয়েছে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি জসিমউদ্দিন বলেন,‘ এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তারা যদি ঘটনার সাথে জড়িত না থাকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তবে প্রকৃত অপরাধিদের খুজে বের করা হবে।’
প্রতিমা ভাংচুরের সংবাদ পেয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার কুন্ডুসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।