নিজস্ব প্রতিবেদক//
সকাল ১০ঘটিকা হতেই হাজার হাজার নেতাকর্মি বঙ্গবন্ধু উদ্যান এ জড়ো হতে থাকে,হোন্ডা ও গাড়ীরবহর ও ছিলো চোখেপড়ার মতো,উপচে পরা ভিড় ঠেলে প্রিয় নেতাকে একনজর দেখার জন্য সাধারন জনগন ও নারী পুরুষ উপস্থিতিতে পুরো মাঠ ও রাস্তার দুই পার্শ্ববর্তী সারিবদ্ধভাবে দারিয়ে, স্বাস্থ্য মন্ত্রী নাসিম ও মেয়র সাদিক আবদুল্লাহ কে, ফুল ছিটিয়ে অভিনন্দন জানান। আজ দুপুর ১ঃ১৫মিনিট বঙ্গবন্ধু উদ্যান এ স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম ও বিসিসি মেয়র সাদিক আবদু্ল্লাহ,বহনকারী হেলিকপ্টার এ অবতরন করেন।
ঐতিহ্যবাহী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর সুবর্ন জয়ন্তী (৫০বছর) পুর্তি অনুষ্ঠান এ যোগ দেয়ার উদ্দেশ্যে আজ দুপুর ১ঃ১৫মিনিট বঙ্গবন্ধু উদ্যান এ স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম ও বিসিসি মেয়র সাদিক আবদু্ল্লাহ,বহনকারী হেলিকপ্টার এ অবতরন করেন।
বরিশাল এ আসলেন।বঙ্গবন্ধু উদ্যান এ হেলিকপ্টার থেকে, নেমে সরাসরি সার্কিট হাউজে মধ্যান্হ ভোজ এ শেষে বেলা তিন ঘটিকার সময়,শেবাচিমহা ৫০বছর পুর্তি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান এ যোগ দিবেন,উক্ত অনুষ্ঠান এর প্রধান অতিথি বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করবেন।
স্বাস্থ্য মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশান(বি এম)এর সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও স্বাস্থ্য মহাসচিব ডঃ এহতেশামুল হক চৌধুরী বরিশালে আসেন।স্বাস্থমন্ত্রী নাসিম ও মেয়র সাদিক কে অভ্যর্থনা জানাতে,বঙ্গবন্ধু উদ্যানে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক, ডি আই জি ও বিএমপি পুলিশ কমিশনার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাডঃতালুকদার মুহাম্মাদ ইউনুস এমপি,জেবুন্নেসা আফরোজ এমপি,সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,জেলা আওয়ামীলীগ সদস্য মাহাবুব উদ্দিন আহম্মদ (বীরবিক্রম)মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ডঃ একে এম জাহাঙ্গীর,মহানগর আওয়ামীলীগ এর তথ্য ও গবেষনা সম্পাদক হাসান মাহামুদ বাবু,সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা,প্রচার সম্পাদক এডঃ গোলাম সরোয়ার রাজিব,জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক ফজলুল করিম শাহিন,জেলা ছাত্রলীগ সভাপতি সুমন সেরনিয়াবাত, সাধারন সম্পাদক ইন্জিঃআবদুর রাজ্জাক,মহানগর শ্রমিক লীগ সাধারন সম্পাদক পরিমল চন্দ্র রায়,ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ মহানগর এর সভাপতি মুহাঃ পলাশ চৌধুরী ও সাধারন সম্পাদক সাফিন মাহমুদ তারিক সহ অন্যান্য সহযোগী সংগঠন এর হাজারো নেতাকর্মি।
এরপর বরিশাল স্টেডিয়াম এ একটি প্রোগাম এ অংশগ্রহন করার কথা আছে,সর্বশেষে বিকেল আনুমানিক ৫টার দিকে,স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ সহ অতিথিরা হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন।