শামীম ইসলাম:
আজ গৌরনদী শহীদ সুকান্ত বাবু মিলনায়াতনে আয়োজিত ইলিশ প্রধান প্রজনন মৌসুমে(০৭ ২৮অক্টোবর,২০১৮) ইলিশ আহরনে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সহায়তা(ভিজিএফ) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন,পার্বত্য শন্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
উক্ত অনুষ্ঠান শেষে, গৌরনদী শহীদ সুকান্ত বাবু মিলনায়াতনে আয়োজিত ইলিশ প্রধান প্রজনন মৌসুমে(০৭-২৮অক্টোবর,২০১৮) ইলিশ আহরনে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্যসহায়তা(ভিজিএফ) প্রদান অনুষ্ঠানে জেলেদেকে চাল প্রদান করেন, প্রধান অতিথি পার্বত্য শন্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।