আগামী ২৬ অক্টোবর বরিশাল জেলা পুলিশ কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদ্যাপিত হতে যাচ্ছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর সকাল ৯ টায় গৌরনদী বাসস্ট্যান্ড হতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ পর্যন্ত র্যালি, সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদের শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা, বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিলশেডে রক্তদান কর্মসূচি, দুপুর পৌনে ৩ টায় পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা (মুলাদী থানা চ্যাম্পিয়ন দল বনাম বাকেরগঞ্জ থানা চ্যাম্পিয়ন দল),
বিকাল সাড়ে ৩টায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ (কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি একাদশ বনাম সাধারণ সম্পাদক একাদশ), বিকাল ৫টায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা,
সন্ধ্যা পৌনে ৬টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিলশেডে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।