ভোলা প্রতিনিধি//মো: নিশাত:
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে ৮ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার( ১৬ অক্টোবর) ভোরে চরমানিকা ইউনিয়নে দক্ষিণ আইচা,দৌলতপুর, চর আইচা গ্রামে পাগলা কুকুর শিশু, মহিলাসহ লোকজনকে কামড়িয়ে আহত করেছে। এসব এলাকায় বর্তমানে কুকুর আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয় লোকজন কুকুরকে ধাওয়া করলে পাগলা কুকুর এক এলাকা ত্যাগ করে অন্য এলাকায় গিয়ে রাস্তাঘাটে থাকা লোকজন মহিষ, গরুকে কামড়িয়ে আহত করে।পরে স্থানী লোক জন পাগলা কুকুরটি কে পিটিয়ে মেরেছেন।
বুধবার কুকুরের কামড়ে আহত দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা ৫নং ওয়ার্ডের ইমান হোসেন গাজী(৬০) জয়নাল চৌকিদার (৫৫) কারিমা বেগম( ১০) ,দৌলতপুর ৬নং ওয়ার্ডের জাহাঙ্গীর গোয়াল ( ৪৫) সামছুনাহার বেগম ( ৩২) ছলিমুউল্ল্যা (৪৮) চর আইচা ৭ নং ওয়ার্ডের ,বাসু সদার( ৫৫) শিশু রাবিয়া বেগম (৬) কেউ কেউ প্রথমিক চিকিৎসা করে বাড়ী চলে যায়, আবার কেউ কেউ চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে ভুক্তভোগীরা জানিয়েছেন কুকুরের কামড়ের ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে।