জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের টাকা ঢালাওভাবে খরচ না করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি এলাকার গুরুত্ব ভেদে আনুপাতিক হারে প্রকল্প নেয়ার সুপারিশ করেছে কমিটি।
রোববার (১৪ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে জীববৈচিত্র রক্ষা, বন্য প্রাণী সংরক্ষণ এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে পরিবেশের উপর বিরুপ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে নবম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং দশম জাতীয় সংসদে সর্বশেষ অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়।
সংসদে সর্বশেষ অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুকূলে মোট ২২টি প্রতিশ্রুতি দেয়া হয়। এরমধ্যে ১৫ প্রকল্পের কাজ পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। বাকি প্রকল্পের কাজ চলমান। নবম জাতীয় সংসদে মন্ত্রীর দেয়া দুই প্রতিশ্রুতির কাজ চলমান রয়েছে।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে কমিটি। মন্ত্রণালয়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করে যথাসময়ে প্রকল্প শেষ করে অতিরিক্ত ব্যয় কমানোর সুপারিশ করা হয় বৈঠকে।
কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে কমিটির সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী, মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশ নেন।