স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:
দুইদিনের জেলা সফরে শুক্রবার (২৫ অক্টোবর) বরিশাল আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। এই দুই দিনের সফরে বরিশালের বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন এবং কমিউনিটি পুলিশিং ডে কর্মসূচিতে যোগ দিবেন।
সফর সূচিতে দেখা গেছে, ২৫ অক্টোবর ২ টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করবেন। পৌনে তিনটায় বরিশাল বিমান বন্দরে পৌছে নগরীর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজের উদ্দেশে যাত্রা শুরু করবেন। ৩টায় রেস্ট হাউজে পৌঁছে বিশ্রাম গ্রহণ। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে অশ্বিনী কুমার হলে আয়োজিত অনুষ্ঠানে বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।
পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে তিনি রাত্রিযাপন করবেন। ২৬ অক্টোবর সকাল ৮টায় বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করবেন। সকাল ১০টায় বঙ্গবন্ধু উদ্যানে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ অনুষ্ঠানে যোগ দিবেন। সোয়া ২টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব নূরে আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।