এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল

নগরী থেকে ব্যানার, ফেস্টুন সড়াতে মেয়র সাদিক আব্দুল্লাহর আল্টিমেটাম

বিসিসি নির্বাচনে বিজয়ে শুভাকাঙ্খি যারা বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও ব্যক্তিগত যে সকল শুভেচ্ছা ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও তোড়ন নির্মান করেছেন তাদের সকলকে মেয়র ও কাউন্সিলরবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই সকল ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও তোড়ন আগামী ৩১ অক্টোবর ২০১৮ খ্রিঃ তারিখের মধ্যে নিজ উদ্যোগে অপসারনের জন্য অনুরোধ করেছেন।

পরবর্তীতে সিটি কর্পোরেশনের আওতাধীন যে কোন ধরনের প্রচারের (ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোড়ন, দেয়াল লিখন) স্থাপন বা নির্মাণের পূর্বে বরিশাল সিটি কর্পোরেশনের পূর্বানুমতি গ্রহণ করতে হবে এবং জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানের সকল ধরনের (ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোড়ন, দেয়াল লিখন) সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে অপসারন করতে হবে।

এছাড়াও বরিশাল নগরীর সৌন্দর্য রক্ষার্থে নগরীর বিবির পুকুর এর পশ্চিম পার্শে ও অশ্বিনী কুমার টাউনহলের সম্মুখে কোন ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও তোড়ন নির্মান করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান, অন্যথায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের যে কোন নাগরীক সুবিধা নিশ্চিত করতে নগরীর সকলের সহযোগীতা কামনা করেন তিঁনি।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ গতকাল বুধবার নগর ভবনে  প্রথম কর্মদিবসে এই নির্দশনা দেন। এর আগে মঙ্গলবার দায়িত্বভার গ্রহণ করলেও দাপ্তরিক কোন কাজ করেননি। গতকাল বেলা ১২টায় নগর ভবনে তার কক্ষে নব নির্বাচিত কাউন্সিলদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ডের নানান সমস্যা সম্পর্কে কাউন্সিলরদের মাধ্যমে অবগত হন এবং তাৎক্ষনিক সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের ডেকে জরুরী ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন।

এছাড়াও অন্যান্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে হরিজন সম্প্রদায়ের জন্য নির্মিত হরিজন কলোনীর পাইল বুয়েট এর মাধ্যমে টেস্ট করে সঠিকতা যাচাইকরণ, রুপাতলী হাউজিংয়ে ড্রেনেজ ব্যবস্থা প্রকল্পের আওতায় সমাধান করা, ২৩ নং ওয়ার্ড তাজকাঠি এলাকায় দ্রুত একটি টিউবওয়েল ব্যবস্থা করে পনি সমস্যা সমাধান করা, মূল রাস্তার পার্শে নির্মান সামগ্রী রেখে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, নগরীর ফোরলেন সড়কের দুই পার্শে অবৈধ দখলমূক্ত করণ, সড়কবাতির সঠিক ব্যবস্থাপনা সংক্রান্ত সতর্কিকরন, নগরীর ট্রাক টার্মিনাল ও কেদ্রীয় বাস টার্মিনাল কাজের অগ্রগতি পর্যবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোজ খবর নেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official