মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ অক্টোবর শুধু পটুয়াখালী নয়, বরগুনায়ও আসবেন। এমনটাই নিশ্চিত করেছেন বরগুনা জেলা আওয়ামীলীগের একটি বিশ্বস্ত সূত্র।
সূত্র মতে তিনি তালতলী সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বক্তব্য রাখবেন। তবে এ বিষয়ে ২১ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত প্রশাসনিক কোন চিঠি পায়নি জেলা প্রশাসন।
তবে এ বিষয়ে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনাম দেবনাথ জানান, ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী পটুয়াখালীতে আসার কথা জেনে বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু প্রধানমন্ত্রীকে বরগুনায় আসার অনুরোধ করেন। তার অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ অক্টোবর রবিবার সন্ধায় সম্মতি প্রদান করে জানান ২৭ অক্টোবর পটুয়াখালী থেকে বরগুনায়ও আসবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগোমনের খবর শুনে জেলা আওয়ামীলীগ সহ সাধারণ মানুষের মধ্য আনন্দ বিরাজ করছে । ইতিমধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে জেলা আওয়ামীলীগ।
জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মজিবুল হক কিসলু জানান, ২২ অক্টোবর সন্ধায় জেলা আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত হবে এবং সভার সিদ্ধান্ত মতে প্রচার ও প্রস্তুতি নিবেন তারা।
বরগুনার নতুন নির্মিত হাসপাতাল ভবন সহ নানা উন্নয়ন কর্মকান্ডের উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী।