বরিশালে সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ৩ আড়তদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর চক বাজার সংলগ্ন পেঁয়াজ পট্টিতে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার ও মনীষা আহমেদ।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বরিশাল জেলার সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া ও বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার এসআই বশির আহমেদ এর নেতৃত্বাধিন একটি টিম সহযোগিতা করেন।
বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পেঁয়াজ পট্টির ১২টি আড়ৎ মনিটরিং করেন তারা।
এসময় তিনটি পেঁয়াজের আড়তে মূল্য তালিকার সাথে বিক্রয়ের মিল পাওয়া যায়নি। তাছাড়া সরকারি মূল্যের চেয়েও অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছিলো। তাই হাটখোলার বাংলা আড়ৎ এর নান্নু হোসেনকে ৫ হাজার টাকা, রিয়াদ এন্টারপ্রাইজের লিটন মৃধাকে ৫ হাজার ও শিকদার বানিজ্যালয়ের রাম প্রসাদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।