স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:
বরিশাল জেলার মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে জঙ্গিসংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে র্যাব-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এরআগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনগত রাতে মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সালাউদ্দিন কাওসার উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকার মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে।
র্যাব জানায়, সালাউদ্দিন কাওসার দক্ষিণ কাজিরচর স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। তিনি স্থানীয় হার্ডওয়ার ও ইলেকট্রিক দোকানে কাজের পাশাপাশি স্থানীয় মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে সুলতান নাসির উদ্দিন ওরফে নাসিরের সান্নিধ্যে জেএমবি কার্যক্রমে অনুপ্রাণিত হন। তিনি জেএমবির দাওয়াতি শাখার সদস্য হিসেবে দেশের বিভিন্ন স্থানে কর্মী সংগ্রহের কাজ করে আসছেন।