27 C
Dhaka
জুলাই ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রচ্ছদ বরিশাল রাজণীতি

বরিশালে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষায় কর্মশালা

স্টাফ রিপোর্টার//রাতুল হোসেন রায়হান :

জেলা প্রশাসন বরিশালের সার্বিক সহযোগিতায়, বিভাগীয় প্রশাসন আঞ্চলিক শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। সার্কিট হাউজ সম্মেলন কক্ষে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা শিশুশ্রম নয় শিশুর জীবন হোক স্বপ্নময় এই স্লোগান নিয়ে আজ ১৯ অক্টোবর শনিবার সকাল ১১ টায় এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বেগম মন্নুজান সুফিয়ান এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কে এম আলী আজম, মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, অতিরিক্ত সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ড. মোল্লা জালাল উদ্দিন, মহাপরিচালক অতিরিক্ত সচিব শ্রম অধিদপ্তর, এ. কে. এম মিজানুর রহমান, জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, মহাপরিদর্শক অতিরিক্ত সচিব কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর, শিবনাথ রায়, নির্বাহী পরিচালক মানুষের জন্য ফাউন্ডেশন, শাহিনা আনামসহ বিভিন্ন কর্মকর্তা এবং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সুশীলসমাজ, কলকারখানা প্রতিষ্ঠান শ্রমিক-মালিক বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন ও ২০২৫ সালের মধ্যে সকল প্রকার শিশুশ্রম নিরসনের সরকার অঙ্গীকারবদ্ধ। সেই প্রেক্ষিতে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক বিভিন্ন আলোচনা করেন অতিথিরা।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official