বরিশাল নগরীর রুপাতলী এলাকার নবনির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে পড়ে আইউব আলী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ভবনটি ছয়তলায় নির্মাণ কাজ করতে গিয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।
সন্ধ্যা রাতের এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে পুলিশ বলছে- এই মৃত্যুটি তাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে। তাদের ধারণা এ মৃত্যুর পেছনে কোন রহস্য লুকায়িত রয়েছে যেটি খুঁজে বের করতে হবে।
পরে পুলিশ শ্রমিকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদশা এই তথ্য নিশ্চিত করে বলেন- নিহত শ্রমিকের পরিচয় এখনও পাওয়া যায়নি।