রাতুল হোসেন রায়হান:
বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এই শ্লোগান নিয়ে আজ ৭ অক্টোবর সোমবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব বসতি দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন। সেখান থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম.অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেড়ান্ড অলিভার গুডা।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল স্থানীয় সরকার মন্ত্রালনায়ের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম , বরিশাল পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)তৌইিদুজ্জামান পাভেল, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ আবদুর রহিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরীফ মোঃ জামাল উদ্দিন, বরিশাল মহানগর আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হোসেন চৌধুরীসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।