শামীম ইসলাম:
বরিশাল নগরের একটি ভাড়া বাসা থেকে হৃদয় (১৮) নামে বিএম কলেজের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে নগরের কলেজ এভিনিউ বড় পুকুরপাড় এলাকার মারিয়ান ভিলার নিচ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হৃদয় পিরোজপুরের কাউখালী তেতলা গ্রামের রতন হালদারের ছেলে। হৃদয় তার চাচা অপূর্বের সঙ্গে ওই বাসায় ভাড়া থেকে বিএম কলেজে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করে আসছিলেন।
হৃদয়ের চাচা অপূর্ব জানান, সকালে তিনি বাসা থেকে বের হন। বিকেলে ফিরে এসে দরজায় ধাক্কা দিলে দরজা না খোলায় জানালার ফাঁক দিয়ে দেখতে পান গলায় ফাঁস দেয়া অসস্থায় হৃদয় ঝুলছে। পরে পুলিশে খবর দেন তিনি।
কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়।